Infinix GT 10 Pro
আমি ৭ মাস আগে ফোন টা কিনি । এতদিন নিজেই ইউজ করেছি। ফোনে বিন্দু পরিমাণ এক্সটার্নাল প্রবলেম নেই। সম্পূর্ণ বেকসাইড পলি করা আছে। ফ্রন্ট এ কোনো স্ক্রাচ নেই । সবসময় প্রটেক্টর গ্লাস লাগানো ছিল। ফোন কখনো খোলা হয়নি। শুধু মাত্র নরমাল ইউজ এ ২/৩ টা স্ক্রাচ পরেছে পিছনে। যা নিক্ষুত ভাবে না দেখলে বুঝাই যায় না। নতুনের মতো একদম ফ্রেশ আছে ফোন।