আমি এটা 05/12/2024 কিনেছিলাম।
তখন 2,300 টাকা দিয়ে কিনতে হয়েছে আমার।এটা আমার দাদি জন্য কিনেছিলাম কিন্তু সে এক বার মাত্র ব্যবহার করেছে।
এটা আর আমার দাদি দরকার লাগবে না। তাই আমি এটা বিক্রি করতে চাই।
আমি চাষাড়া, নারায়ণগঞ্জে থাকি। এই পণ্য টি আপনি নিতে চান তাহলে সবচেয়ে ভালো হবে আপনি কঠ করে আমার ঠিকানাতে এসে ভালো ভাবে দেখে ভালো লাগলে কিনে নিয়ে যাবেন।
কারণ আমি Facebook marketplace ও বিক্রি করার জন্য পোষ্ট করি কিন্তু অনেকেই নিতে চাই কিন্তু কেউ ডেলিভারি চার্জ বা কোরিয়ার করে পাঠাবো যে এটা টাকা কেও দিতে চাই না।
এজন্য আপনি কষ্ট করে এসে নিতে পারলে ভালো হতো আরকি।