কুমড়ার বীজের উপকারিতা (সংক্ষেপে):
1. হৃদযন্ত্রের জন্য ভালো – কোলেস্টেরল কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
2. ইমিউন সিস্টেম বাড়ায় – জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।
3. চুল ও ত্বকে উপকারী – ত্বক উজ্জ্বল করে, চুল পড়া কমায়।
4. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে – রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে।
5. ঘুম ভালো হয় – ট্রিপটোফ্যান ঘুম বাড়ায়।
6. প্রস্টেটের যত্ন নেয় – পুরুষদের জন্য বিশেষ উপকারী।
7. হজমে সাহায্য করে – কোষ্ঠকাঠিন্য কমায়।
-
প্রতিদিন ১–২ চামচ খেলে উপকার পাবেন।