আমার এই ল্যাপটপটা বাহিরের দেশ থেকে আনা হয়েছিল। খুব ভালো পারফরমেন্সের একটা ল্যাপটপ ছিল কিন্তু একটু ওল্ড জেনারেশনের হওয়ায় বর্তমানে আপডেট নিচ্ছে না। এটা দিয়ে বিভিন্ন ধরনের মাল্টিটাস্টিং করা যেতে পারে খুব একটা ভারী কাজ করা যাবে সেটা বলবো না। তবে অনলাইন ভিত্তিক কাজগুলা করা যেতে পারে এবং হালকা পাতলা মাইক্রোসফট অফিসের কাজগুলোও করা যেতে পারবে। আমি পিসি নিয়েছি তাই এটা সেল দিয়ে দিব। এটাই বর্তমানে তিন জিবি র্যাম আছে এবং একটা এসএসডি লাগানো আছে। এটা কেবল দিয়ে চালাতে হবে ব্যাটারি ব্যাকআপ নেই। ডিসপ্লের মধ্যে দাগ পড়ে গিয়েছে। এটা বর্তমানে আউট অফ মার্কেট সেগমেন্টের একটা ল্যাপটপ, যেটার বর্তমান মূল্য ৩০ হাজারের কাছাকাছি।