গিটার মূলত মানুষের একটি শখের জিনিস, খুব শখ করে কেনা ছিল আমার গিটারটা। খুব যত্নে রেখেছিলাম। যাই হোক, সিগনেচারের অনেক গিটার এখন পাওয়া যায় কিন্তু এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এজন্য আমি শিওরলি বলছি এটা সিগনেচারের অরজিনাল গিটার। নিলে অন্তত পস্তাতে হবে না কাউকে। এই দামে হয়তো সিগনেচারের গিটার পাবেন কিন্তু এটা একদমই অরজিনাল।