আসসালামু আলাইকুম,
ক্যামেরাটি মুলত শখের বসে কিনেছিলাম, একদম ফ্রেশ নতুনের মতো কোনো সমস্যা নেই,
এটা মূলত ভ্লগিং ক্যামেরা, তবে এটা দিয়ে Action Camera, Moto Blogging, সাথে ওয়াটারপ্রুফ কেস থাকায় পানির নিচেই ও সচ্চ ভিডিও করতে পারবেন। ৪ ঘন্টা পর্যন্ত ভিডিও করা যায় ডুয়েল মোডে আর সিংগেলটা দিয়ে ১.৩০ ঘন্টা মিনিটের মতো। বিন্দুমাত্র সমস্যা নেই ক্যামেরার ফুল বক্স তো পাবেন ই সাথে আমি কি অতিরিক্ত গেজেট কিনেছিলাম, যেমন :
১। হেলমেট মাউন্ট সেট, হেলমেটে লাগিয়ে মোটো ব্লগ করতে পারবেন।
২। ম্যাগনেটিক নেকলেচ, গলায় ঝুলিয়ে রেখে যেকোনো ভিডিও ধারন করতে পারবেন, দারুন একটা ব্যাপার।
৩। ১২৮ জিবি Transcend মেমোরি কার্ড। যেটা অফুরন্ত ভিডিও করার সুযোগ তাই মেমোরি কার্ড আলাদা করে কেনার ঝামেলা নেই।এছাড়া তো অসংখ্য গেজেট বক্সের সাথে আছেই। তাই এই সবকিছু সহ ও ক্যামেরা সহ দামটা দেয়া হলো,আগ্রহী দের সরাসরি ফোন করার অনুরোধ রইলো।